অএ বিদ্যালয়টি ঢাকা মহানগরীর বাড্ডা থানাধিীন উওর বাড্ডা বাজার থেকে ২ কি,মি, পূর্বে সাতারকুল ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়ে বিঞ্গান, মানবিক,ব্যবসায় শিক্ষা ও কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু আছে।একটি তিন তলা ও একটি চার তলা বিশিষ্ট মোট দু টি ভবন আছে,শ্রেনী কক্ষের সংখ্যা ১৯ টি। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের জন্য ০২ টি কক্ষ আছে। একটি লাইব্রেরী আছে মোট শিক্ষার্থী সংখ্যা ১৩৪২ জন, শিক্ষর কর্মচারীর সংখ্যা ৫০ জন। ১৯৮৯ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে ছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়ের ফলাফল ভাল এবং উওরোওর উন্নেতি হচ্ছে।পাশের হার-৯৯.১২% । বিদ্যালয়টি ভবিষৎতে আরো ভাল ফলাফল আশা করে যাচ্ছে এবং হচ্ছে। সব মিলিয়ে এই বিদ্যলিয়টি সাতারকুল ইউনিয়নের একটি গুরুত্বপূর্ন শিক্ষা প্রতিষ্ঠান
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS