অত্র ইউনিয়ন পরিষদের বিভিন্ন তথ্যাবলী সমূহ নিম্নরুপ:
০১। আয়তন : ১০ বর্গ মাইল।
০২। লোক সংখ্যা : ৬৫,০০০.০০ জন (প্রায়)। (পয়ষট্টি হাজার)
পুরুষ : ৩৫,০০০,০০ জন।
মহিলা : ৩০,০০০.০০ জন।
মোট ভোটার সংখ্যা : ১৩,৯৫৩ জন।
পুরুষ : ৭,০৬৫ জন।
মহিলা : ৬,৮৮৮জন।
৩। মোট মৌজার সংখ্যা : ০৬ টি যথাঃ
১।সাতারকুল,২। বড় কাঠালদিয়া,৩।পশ্চিম হারুলদিয়া,৪।বাড্ডা,৫।সূতিভোলা,৬।নিগুড়াপ্লাই।
৪। মোট গ্রামের সংখ্যা : গ্রামের সংখ্যাঃ ১১টি, ১/ পুকুরপাড়া, ২/ দক্ষিনপাড়া, ৩/ তালতলা, ৪/ খালপাড়া, ৫/ ইসলামবাগ,
৬।উওরপাড়া,৭।মেরুলখোলা,৮।পাচঁখোলা,৯।মগারদিয়া,১০। পূর্ব পদরদিয়া,১১। পশ্চিম পদরদিয়া।
৫/ কলেজঃ সাতারকুল স্কুল এন্ড কলেজ
৬/ মোট উচ্চ বিদ্যালয় সংখ্যাঃ ০১ টি
ক, সাতারকুল উচ্চ বিদ্যালয়
৭/ মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ
সরকারীঃ ০১টি
বে-সরকারীঃ ০৮ টি
৮/ মোট মাদ্রাসার সংখ্যাঃ ০২ টি।
সরকারীঃ নাই
আধা-সরকারীঃ ০২টি
৯/ মোট এনজিও পরিচালিত শিক্ষাঃ ০৫ টি
১০/ মোট মসজিদভিত্তিক গণশিক্ষাঃ নাই
১১/ এতিমখানাঃ ৫টি
ক। সরকারী : নাই
খ। বে-সরকারী : ০৫ টি
১২। মোট মন্দিরের সংখ্যাঃ ০২টি
১৩/ মোট গীর্জার সংখ্যা : নাই।
১৪/ মোট শিক্ষার হার : ৭০%
১৫/ মোট জমির পরিমান :
ক। আবাদী জমিঃ ৬২৫একর/২৫০হেক্টর।
খ।এক ফসলী জমিঃ৫৬৫ একর/২২৬হেক্টর।
গ।দু-ফসলী জমিঃ৬০একর/২৪হেক্টর।
ঘ।মোট কৃষক পরিবারঃ১৫০০টি।
ঙ। প্রধান ফসলঃ ধান ও বিভিন্ন ধরনের সবজি।
১৬/ মোট পুকুরের সংখ্যা ঃ ০৫টি।
১৭/ মোট পোলট্রি ফার্ম : ২৫ টি
১৮/ ডেইরী ফার্ম ঃ ২৫টি
১৯/ ছাগলের খামারঃ ০৪টি
২০/ মোট হাসপাতালের সংখ্যা :
সরকারীঃ ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিউনিটি হাসপাতাল।
বেসরকারীঃ ০১ টি।
২১/ মোট স্বাস্থ্যসম্মত পায়খানাঃ ৮৫%
২২/ মোট রাস্তা
ক। পাকা : ৪৮টি।
খ। কাঁচা : ৩১ টি।
গ।আধা পাকা: ১৪ টি।
২৩/ মোট ব্রীজের সংখ্যাঃ ০৩টি
২৪/ প্রধান সড়ক: ০১ টি।
২৫। উপজেলা সড়ক : নাই
২৬। মোট ব্যাংকের সংখ্যাঃ ০১টি
১/ গ্রামীন ব্যাংক।
২৭/ মোট ভিজিডি ভোগিদের সংখ্যা : ৫০ (পঞ্চাশ)·
২৮/ মোট ভিজিএফ ভোগিদের সংখ্যা :
২৯/ বয়স্ক ভাতা ভোগিদের সংখ্যা ঃ ৪৬২ জন
৩০/ বিধবা/স্বামী পরিত্যাক্তা ভোগিদের সংখ্যাঃ ২০৫ জন।
৩১/ প্রতিবন্ধী ভাতা ভোগিদের সংখ্যা ঃ ৫৬ জন।
৩২/ মাতৃত্বকালী ভাতাভোগীঃ ২৯ জন।
৩৩/ মোট ভোট কেন্দ্রের সংখ্যাঃ ০৯ টি
৩৪/ মোট মসজিদঃ ১৪টি
৩৫/ প্রতিবন্ধী স্কুলঃ ০১টি
৩৬/ বর্তমান পরিষদ
১, মোসাঃ পারভীন বেগম, সদস্যা- ১,২,৩ নং ওয়ার্ড।
২, মোসাঃ জাকিয়া সুলতানা, সদস্যা- ৪,৫,৬ নং ওয়ার্ড।
৩, মোসাঃ মোনালিছা আক্তার লিজা, সদস্যা- ৭,৮,৯ নং ওয়ার্ড।
৪, মোঃ দেলোয়ার হোসেন, সদস্য- ০১ নং ওয়ার্ড।
৫, মোঃ হারুন-অর-রশিদ, সদস্য- ০২ নং ওয়ার্ড।
৬, মোঃ জহিরুল ইসলাম, সদস্য- ০৩ নং ওয়ার্ড।
৭, মোঃ আব্দুল্লা দেওয়ান, সদস্য- ০৪ নং ওয়ার্ড।
৮, আজিজুল হাকিম চাঁন মিয়া সদস্য- ০৫ নং ওয়ার্ড।
৯, হরিচাঁন মন্ডল টান্টু, সদস্য- ০৬ নং ওয়ার্ড।
১০, মোঃ আয়নাল হক, সদস্য- ০৭ নং ওয়ার্ড।
১১, মোঃ আবুল কালাম বেপারী, সদস্য- ০৮ নং ওয়ার্ড।
১২, মোঃ আব্দুল আজিজ শরিফ, সদস্য- ০৯ নং ওয়ার্ড।
৩৭/ ইউনিয়নের কর্মকর্তা বৃন্দঃ
নামঃ মোঃ ইব্রাহিম খলিলুর রহমান।
পদবীঃ ইউ, পি, সচিব
মোবাইল নং- ০১৯১১৩১৬৮৩৩
৩৮/ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
ক/ নামঃ মোসাঃ সানজিদা আক্তার নিপা
পদবীঃ কেন্দ্র পরিচালক
সাতারকুল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র
মোবাইলঃ ০১৯৮১৩৬৭০৬৭
খ/ নাম : মোঃ জুবাইর হোসেন কাজল
পদবী : কেন্দ্র পরিচালক
মোবাইল : ০১৭৫৬০৭৬৬৩৩
৩৯/ গ্রাম পুলিশ
১/ মোঃ সামসুল হক, দফাদার।
২/ মোঃ নাইব উদ্দিন, গ্রাম পুলিশ।
৩/ মোসাঃ বেগম, গ্রাম পুলিশ।
৪/ মোঃ আজিবুর, গ্রাম পুলিশ।
৫/ মোঃ তাইজুল, গ্রাম পুলিশ।
৬/ মোঃ সিরাজ মিয়া, গ্রাম পুলিশ।
৭/ মোঃ আজিজ, গ্রাম পুলিশ।
৮/ মোঃ সবুজ মিয়া, গ্রাম পুলিশ।
৪০। ইউনিয়ন পরিষদের কার্যাবলিঃ
আইন শৃঙ্খখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা।
.অপরাধ বিশৃঙ্খলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।
· কৃষি, বৃক্ষরোপন, মৎস্য ও পশুপালন স্বাস্থ্য , কুটিরশিল্প, সেচ যোগাযোগ ।
· পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো।
· স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা।
· জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুত ইত্যাদি সংরক্ষন।
. ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করা।
· স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান করা।
· জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থদের নিবন্ধন করা।
· সব ধরণের শুমারী পরিচালনা।
. বিভিন্ন সমস্যার সমাধান, গ্রাম আদালত, শালিস, উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, সরকারের পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন, বিভিন্ন সেবা প্রদান, নাগরিক সনদ, ওযারিশ সনদ, মৃত্যু সনদসহ বিভিন্ন প্রত্যয়ন পত্র প্রদান, নিরাপদ পানি সরবরাহ, শিক্ষা কার্যক্রম পরিচারনা, আইন-শৃঙ্খলা রক্ষা, রাস্তা-ঘাট,পুল_কালভার্ট নির্মান ইত্যাদি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS