Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
Satarkul Bazar Bridge.
Details

 

সাতারকুল বাজার ব্রীজ সাতারকুলের সব থেকে গূরূত্বপূর্ন একটি যোগাযোগের মাধ্যাম, প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং মানুষ এই ব্রীজ দিয়ে চলাচল করে। সাতারকুল ইউনিয়নকে আরো যুগ উপযোগী করতে এই ব্রীজ একটি বিশেষ ভূমিকা রাখে। শুরুে থেকে সাতারকুল ইউনিয়নে এই ব্রীজ ছিল না আর তাই সাতারকুলের মানুষের অনেক অসুবিধা হত। আর এ জন্য ২০১১ সালে এই ব্রীজ আবার নতুন করে তৈরী করা হয়। এই ব্রীজ উদ্বোধন করেন মাননীয় এমপি ঢাকা-১১ আসনের সম্মানিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম রহমত উল্লাহ আর তার সাথে ছিলেন সাতারকুল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব ডাঃ আব্দুল মতিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। সব মিলিয়ে সাতারকুল বাজার ব্রীজ অতি গুরুত্বনূর্ন ও আধুনিক যোগাযোগ মাধ্যাম।