ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৫০ সালে প্রথম ১০০ টি গ্রাম নিয়ে সাতারকুল ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৭০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। ১৯৭১ সালে প্রথম গ্রাম প্রেসিডেন্ট হন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন। তিনি প্রায় ২০ বছর দায়িত্ব পালন করেন তারপর পর্যায়ক্রমে শাহজাহান মিয়া, ভারপ্রাপ্ত গ্রাম প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন। কিন্তু মোজােম্মেল হোসেন মুক্তিযোদ্ধ চলাকালিন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ এ বাংলাদেশ স্বাধীন হবার পর মোজাম্মেল হোসেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক সাতারকুল ইউনিয়ন আলাদা ভাবে গঠন করা হয়। গঠনের পর ২০০০ সাল থেকে সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম দির্গ১০ বছর দায়িত্ব পালন করে। বর্তমানে ০৯টি ছোট বড় গ্রাম মিলিয়েই সাতারকুল ইউনিয়ন পরিষদ।
সাতারকুল ইউনিয়নের নাম নিয়ে দুটি জনশ্রুতি রয়েছে, এখানে প্রতি বছর সাতার প্রতিযোগিতা হতো আর তাই এর নামকরণ করা হয় সাতারকুল ইউনিয়ন তবে ঐ সময়ে নৌকাই ছিল সাতারকুল ইউনিয়ন একমাত্র যোগাযোগ স্থাপনকারী বাহন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS