গ্রাম আদালতে সেপ্টেম্বর মাসের নিষ্পত্তিকৃত মামলার রায়সমূহ
মামলা নং | শুনানী তারিখ | বিবরণ | রায়/সিদ্ধান্ত |
১৫ ১১/০৯/১৩ইং | ২৫/১০/১৩ইং | বাদী-মোসাঃ ফালানী আক্তার, স্বামী- মোঃ শফিক আহম্মেদ, তালতলা। বিবাদী- মোঃ আবু ছালেক, পিতাঃ- মৃতঃ শান্তু মিয়া, তালতলা। ফালানী আক্তার কে তার বাবা মৃত্যু কালে কিছু জমি দিয়েছে মৌখিক ভাবে। কিন্তু তার বাবা মারা যাবার পর তার ভাই জমি দিতে রাজি নয় আর তাই ফালানী বাদী হয়ে গ্রাম আদালতে একটি অভিযোগ দেন গ্রাম আদালত তখন গ্রাম পুলিশের সহায়তায় এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জবানবন্দীতে বাদী এবং বিবাদী উভয়ইরি কিছু কিছু দোষ প্রমানিত হয়। | উভয়ের দোষ প্রমানীত হওয়ায় তাদের ভবিষ্যৎতে সংশোধন করার জন্য এবং দুজনকেই সমঝোতায় করতে বলা হয়। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস